অপেক্ষা

 



মাঝে মাঝে তােমার জন্য
অপেক্ষা করতে ইচ্ছে হয় খুব,
মাঝে মাঝে তােমার জন্য
অপেক্ষা করতে ক্লান্ত লাগে অহেতুক,
তােমার আসা আর না আসার মাঝাখানে
চোখ বন্ধ করে জেগে থাকি আমি
একেকটা দিন আলাে পার হয়ে
নেমে আসি খাদের কিনারে,
নামতে নামতে বার বার হেরে যাই নিজের কাছে,
অথচ জিততেও তাে চাইনি কোনােদিন –
তবু একেকটা শীতকাল অযথাই কেবল রঙিন
মাঝে মাঝে তােমার চোখের দিকে তাকিয়ে
অবশ হয়ে আসে চারপাশ,
একটা বছর ফিরে যেতে যেতে
পেছনে তাকায় একবার –
তুমি তাকে গ্রহণ করবে,
নাকি এলানাে রােদের পথে হেঁটে যাবে দৃূরে,
সেটুকুই অপেক্ষা, সেটুকুই ঘরে ফেরা আলাে

Scroll to Top