অস্ত্র ভাঙার মুহূর্ত

প্রথম পাঠের বর্ণগুলো হানা দিচ্ছে
অ- তে অজগর কানের কাছে
ফোঁস-ফোঁস করে
আর ঈ- এর ঈগল এসে ছোঁ মেরে
নিয়ে যায়
ঋ-বর্ণটি সবাইকে ঋষি বানাতে ব্যস্ত
কিন্তু ক-সমস্ত শক্তি দিয়ে
কবি হওয়ার মন্ত্র দেয়

গ-বলছে সমাজে বাঁচতে হলে
সব ছেড়ে ছুঁড়ে গাধা হও
সর্বংসহা হও,টু -শব্দ করো না
নত হতে শেখো
কিন্তু ঘ-যারপরনাই ক্ষাপাটে
সে ঘাড় মটকে দিতে চায়
কাপুরুষ বলে

দ -দেয়ালের জামা পরিয়ে দেয়
বাড়ির গায়ে আর
ফ-সব ছিঁড়ে ফাঁক করে দিলে
সূর্য ঢুকে পড়ে
ট- খুব টানাটানিতে ওস্তাদ
বাড়িটির জরায়ু টেনে লম্বা করে ব্রহ্মাণ্ড অবধি
দ্যাখো কাকে বলে অসীম শূন্যতা

বরাবরের মতোই ঠ সিগারেটের মাথায় আগ্নেয়গিরি নিয়ে বসে থাকে
উচ্চারিত হবার সুযোগ বঞ্চিতদের মন্ত্র দেয় ঐক্যবদ্ধ হতে
স-স্বাধীনচেতা-হাতে তাঁর
এ কে ফরটিসেভেন – দিগন্ত ফুটো করে দেবে
সে মুহূর্ত পরমতসহিষ্ণু ভ-খৃস্টের নামে
ভালোবাসার স্তনের চাপে অস্ত্র
ভেঙে গুড়ো করে দেয়

Scroll to Top