আত্মসমর্পণ

ষাটবসন্ত উড়াল, অন্ধঘাটে রাতের মিলন
নাভির অন্দরে মেঘ! মূর্খের সাম্পানে পাল তোলে
দূষিত ফানুস উড়ে, তারাগুলো লজ্জায় মুখোশ
সমান্য শুঁটকি ঘ্রাণে মনুষ্যত্ব আত্মসমর্পণ।

কারডেরায় প্রার্থনা ! অনাচারে অতিষ্ঠ আকাশ
শব্দতলায় শূন্যতা, রুচিহীন সখের স্বরূপ
অন্ধচোখে আয়োজন, কাঠলিপি হাসির খোরাক
নিজেকে জানো সুন্দর! করতলে শিল্পের শহীদ।

বয়স সীমানা পাড়ে, মৃত্যুর সমন জারি ঘরে
প্রকৃতির মনমরা ঝাউভীড়ে ঝড়ের করাত
সমুদ্র স্নানে শরীর, জপমালা মিথ্যার চুম্বন
করোনা ছুঁয়েছে মাথা, নন্দিত মানুষ বহু দূরে…।

Scroll to Top