আমিনুল ইসলামের ২টি কবিতা

১.প্রবাদের গাছের নিচে ক্রিকেট

নেট প্রাক্টিসে কমতি নেই অথচ কিছুতেই আসছে না সে-গতি!
মাঝে মাঝে এক রান হচ্ছে–কখনোবা দু’রান; কিন্তু চৌকা হচ্ছে না,
ছক্কা ভাসছে না হাওয়ায়। এভাবেই জমা হয়েছে একটা হাফ সেঞ্চুরী
অবশ্য গড়টাও নেহায়েৎ মন্দ নয়; অথচ সেঞ্চুরীর নাগাল মিলছে না!
আমি ক্রিজ আঁকড়ে পড়ে থাকি, বিপরীত প্রান্তের ছক্কা উড়ে যায়
কাঁপন দিয়ে আমার হেলমেটে। আমি কোনোদিনও ম্যান অব দি
ম্যাচ হই না কিন্তু দলে রয়ে যাচ্ছি। দল আমাকে ছাড়ছে না বলে
মাঝে মাঝে রাগ হয়; দল ছাড়তে চাইলে কি সায় দেবে খেলায়
আসক্ত হয়ে-ওঠা আমার মন? জগতে অধিকাংশের স্কোর-ভাগ্য
আমার মতো ভেবে সবুরের গাছে হেলান দিই; হাওয়ার অপেক্ষায়।

২. পিপাসার প্রাক্কলন

ঢেউ ঢেউ চুম্বনের জন্য ধন্যবাদ, হে নদী​
কিন্তু তুমিও তো জানো–​
সর্বাঙ্গে জলপানে অভ্যস্ত–​
আমার এই জলমাতৃক মাটি;​
আরও আছে
মাঠ ও ঘাট,
দিঘি ও বিল,​
অতটা কমে কি করে হবে, বলো!
তো বেড়েছে ভাসানের অপেক্ষা।

ও নদী, চাঁদের ফাইল হাতে​
স্রোত-ভরা শরীর নিয়ে​
বলো, কবে আসবে আবার!​
ফের কবে হবে তোমার মঙ্গলবার?

ছবি- প্রথম আলো ।

Scroll to Top