কালো স্লেটে লেখা বর্ণমালা
মাঝেমাঝে নস্টালজিক হাওয়া উড়ে এলে
ফিরে যাই হাতেখড়ির দিনে
আর শৈশবের ঝুলবারান্দায় মেতে উঠি খেলায়।
যেমন সেবার
ব-এর সাথে ক-এর বিয়ে দিয়ে
বক বানিয়ে উড়িয়ে দিলাম আকাশে…
আর সমাগত অতিথিদের নিয়ে গেলাম
সবুজ বন, খয়েরি পাহাড়, সফেদ উপত্যকায়
এবং
জ ও ল-এর মধ্যে বন্ধুত্ব পাতিয়ে
ভরে দিলাম নদী।
আর ফিরে আসার পথে
কিছু উপাখ্যান শোনালাম তাদের-
কীভাবে,
কালো স্লেটে লেখা বর্ণমালাগুলো
এক আকাশ নক্ষত্র হয়ে গেল… চাণক্য বাড়ৈ
কালো স্লেটে লেখা বর্ণমালা
মাঝেমাঝে নস্টালজিক হাওয়া উড়ে এলে
ফিরে যাই হাতেখড়ির দিনে
আর শৈশবের ঝুলবারান্দায় মেতে উঠি খেলায়।
যেমন সেবার
ব-এর সাথে ক-এর বিয়ে দিয়ে
বক বানিয়ে উড়িয়ে দিলাম আকাশে…
আর সমাগত অতিথিদের নিয়ে গেলাম
সবুজ বন, খয়েরি পাহাড়, সফেদ উপত্যকায়
এবং
জ ও ল-এর মধ্যে বন্ধুত্ব পাতিয়ে
ভরে দিলাম নদী।
আর ফিরে আসার পথে
কিছু উপাখ্যান শোনালাম তাদেরÑ
কীভাবে,
কালো স্লেটে লেখা বর্ণমালাগুলো
এক আকাশ নক্ষত্র হয়ে গেল…