কুকুর জীবন
প্রতিদিন রাতে ঘুমানাের আগে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াই। দেখে নিই মানুষ
চেহারাটি। তারপর ঘুমােতে যাই সকালে। ঘুম থেকে উঠে পুনরায় আয়নার সামনে দাঁড়াই।
আমার মানুষ চেহারাটি দেখে ভীষণ মন খারাপ হয়ে যায়। প্রতিদিন ভাবি একদিন সকালে
উঠে আয়নায় দেখব আমি একটা কুকুরছানা হয়ে গেছি। হায়! বােবা ঈশ্বর আমাকে একটি
কুকুর জীবন তুমি দিতে পারােনি। এই মিথ্যে মানুষ জীবন আমার আর ভালাে লাগে না।
ভিতরে কুকুর বাহিরে মানুষের নকল চেহারা নিয়ে অভিনয় করতে আর ভালাে লাগে না।
আমি সবসময় একটি কুকুর জীবন চেয়েছি। মানুষগুলাো প্রায় আমাকে ভুল করে মানুষ
ভেবে বুকে জড়িয়ে ধরে। আমিও জোরে কামড় বসিয়ে দিই। আবার পাড়ার কুকুরেরা
আমাকে মানুষ ভেবে প্রায় কামড়ে দেয়। মানুষের মতাে কুকুরও আজ মানুষ আার কুকুরের
পার্থক্য বুঝে উঠতে পারে না। বােবা ঈশ্বর, একটু আগুন হবে শেষবারের জন্য একটি
সিগারেট ধরাব অবিকল মানুষের মতাে করে!