গরু বিষয়ক গুরুগম্ভীর…


মা রু ফু ল আ ল ম

অনন্তর,মহান ঈশ্বরের নামে ‘গরু’ বিষয়ক আজিকার
গুরুগম্ভীর আলোচনা শুরু করিতেছি।দেবতা গোত্রীয়
নিরীহ এই প্রাণীটি হয় গৃহপালিত এবং শান্ত স্বভাবের।
কথিত আছে চাষাবাদে এই প্রাণীটির জুড়ি মেলা ভার!
যদিও একজন রসিক অর্থনীতিবিদের মতে চাষাবাদে
তখনো পর্যন্ত ৩টি গরুর ব্যবহারই ছিল বহুল প্রচলিত।
এটি অবিশ্বাসের কোন কারণই নেই এইজন্য যে,এখনো
তো গরুগণ গাহিতেছে গান অবিরাম!আবার জনশ্রুতি
এই,অথর্ব গরুগণের নিজেদের মিডিয়াও রহিয়াছে।
তদুপরি,বলা আবশ্যক যে অবশিষ্ট গরুদের ৯৯.৯৯
ভাগই হয় বেপরোয়া আর দড়িছাড়া!সেই হেতু,ভয়ানক
দুষ্টু বালকেরা হাতেহাতে অগণন দড়ি নিয়া শহর-বন্দর,
গ্রাম-গঞ্জ,পাহাড়ে-জঙ্গলে দক্ষ শিকারির মত ছড়িয়ে
পড়ছে ক্রমশ… কেননা মহামারীর এমত-দুর্যোগে
একচ্যুয়াল অপেক্ষা ভার্চ্যুয়ালই উত্তম!আর কে না
জানে আমাদের আনাচে-কানাচে বলা ভালো দেশের
প্রায় সর্বত্রই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের
গরুগুলি মোটাতাজা করে থাকি।

Scroll to Top