ছায়ার প্রতিবিম্ব
শীতের তুলো মাখা রোদের শরীরে গা এলিয়ে দাঁড়ায় সে প্রতিদিন
কংক্রিটের বিছানায় মৃতবৎ পড়ে থাকে কোমল ছায়া তার,
সূর্যপতীর সঙ্গে চলে কথোপকথন- যাপনের খুনসুটির খামই খোলা হয়
সবসময়।
জীবনের সুতো তার অন্য অনেকের মতো নাটাইবিহীন;
ঘুড়িও ছিল না কোনো স্বপ্নের মায়াময় নির্দয় চোখে।
কত কিছু ঘটাতে গিয়েও কিছুই ঘটেনি শেষে
একরকম খেদ নিয়ে ক্রমাগত সরে যায় নিজের প্রতিবিম্ব।
একদিন অন্যরকম দিন আসে সোনালু রেণুর পাখায়
মৃত ছায়া রঙ বদলায় বাদামিতে, বাদামি থেকে রক্তিম আভায়
বিস্ময়ের বদলে হেসে ওঠে মানুষটি
যাক, দিনশেষে স্তূপীকৃত অক্ষমতাগুলো বুঝেছে অন্তত কেউ।