ডিপঘুম থেকে জেগে উঠে
রোমান্টিসিজমের এনেসথেশিয়া নিয়ে তুমি এখোনও
ডিপঘুমে। ধীরে ধীরে একদিন চোখ খুলে যাবে-
দেখবে তখোন, তোমার চারপাশটা খালি, শূন্য হয়ে
আছে। আর তুমি একটা অন্ধকার ঘরে মৃত মাকড়সার
মতো শূন্যে ঝুলে আছো, একা। বাইরে তলিয়ে
আছে বিশাল পৃথিবী। তোমার পাশে কেউ নেই আর !
এমনকি পিঠের জন্মদাগে, উষ্ণ ঠোঁটে, স্তনের বোঁটায়,
নাভিমুলে, যোনি ও জঙ্ঘায় অবাধ বিচরনের অধিকার
একদিন যাকে তুমি দিয়েছিলে – সেও নেই, চলে গেছে
বিস্মৃতির জলে ভেসে ভেসে
দূরের অন্ধকারে, হয়তো কখনো তুমি তার ছায়া দেখতে পাবে।