তোমার অবহেলায়

দরজার ওপাশে তোমার ভাষা বুঝি আমি,
স্বর শুনে উদগ্রীব হাসি —
পোষাকের শ্বাস তুললে তখোনি
প্রতিমার মুখ ভাবি, তোমার অস্থির পায়ে পায়ে
পিঁপড়ের ধ্বণি।
অনুভূতি পেলে যদি অন্ধকার নেমে এসে—
আমনের ক্ষেত ভরে যায়,
সমুদ্র তো, ব্যাকুল তোমাকে খুঁজে পেতে পাড়ভাঙে;
লুব্রিকেন্ট তুমি নিরব পিচ্ছিলে গড়িয়েছো রেখার ওপাশে
মার্বেল খেলায়…

শৈশবের শত্রু ভাবা সব খেলা আমি ভুলে গেছি—
তোমার অবহেলায়…।
……

Scroll to Top