দীর্ঘশ্বাসগুলি
আমাদের দীর্ঘশ্বাসগুলি মিশে যায় প্রকৃত বাতাসে ভোরবেলা
এইসব দীর্ঘশ্বাসের ভেতর আমাদের প্রজন্মের কষ্ট মিশে আছে
এক জনমের দুঃখ মিশে আছে ওতপ্রোত;
দীর্ঘশ্বাসগুলি বাতাসের স্তরে স্তরে ধাক্কা দিচ্ছে দ্রুত,
বুঝে নিতে কষ্ট হয় না যে-
মানুষের দীর্ঘশ্বাস প্রায়শই প্রকৃতির বিরুদ্ধে চলে যায়!
আমাদের দীর্ঘশ্বাসগুলি সিঁড়িপথ ভেঙে
গড়িয়ে পড়ছে রাত্রিদিন পাতাল অবধি।
এই দীর্ঘশ্বাসগুলির ভেতর
লুকিয়ে রয়েছে আদি সভ্যতার রূপ
সংস্কারের মায়া, রক্তের উল্লাস
এই দীর্ঘশ্বাসের ভেতর থেকে
আমার প্রজন্মস্বর বেরিয়ে আসছে- দেখো দেখো!