দীর্ঘশ্বাস ফেলে আতঁকে উঠবে বালুকণা
কালোজিরা গন্ধে ভুলে যাবে উরুসন্ধি প্রিয়মুখ
মেয়েলি মুখের আলো- উজ্জ্বলতা হলে অগ্নিশিখা…
প্রার্থনার আলোগুলো সর্বত্র ছড়ালে কোভিড অসুখ।
,
ক্লান্তঝড়ে বাতাস লুটায় ভেঙে পড়া দেহের প্রশাখা খুলে ;
সুঠাম আকুতি- ছোঁয়ালে অবাধ্য চুম্বনের মূলে।
লালা যেনো দগ্ধটানে গলে পরে…
মাটির চিৎকার ভেঙ্গে জেগে ওঠা ফাটলে মুখের ফণা।
কবরের সারি সারি দুর্গম কার্নিসে কাকের বাসায় বসে তা দিচ্ছো উষ্ণতা ;
দীর্ঘশ্বাস ফেলে,আতঁকে উঠবে বালুকণা।