দ্বৈত
খুব চেনা আস্বাদন— মেঝে আর ছাদ
এভাবে ভাবাতে চাই, বিপরীত স্বাদ—
অন্তর মন্থনে চাই বিষ ও অমৃত
নিজেকে বোঝাতে থাকি— হও পরীক্ষিত
আলোকেই বাসি ভালো আলোর অধিক
বর্ণহীন, ঘিরে আছে সকল আঙ্গীক
যে আমায় ঘিরে রাখে অলক্ষ্যে আমার
সে আমার কেউ নয় ! আমি কি চামার ?
কী নিখুঁত বিষ্ঠা ফেলে উড়ে যায় কাক
রাগে, ক্ষোভে মূর্ছা আর হেসেও হাল্লাক !
অঙ্কনে- স্যালভ্যাদর ঢালি