কবি নির্মলেন্দু গুণ
উপদেষ্টা

শব্দবোধ সাহিত্য পত্রিকা

 

২৬ শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

১০ ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ

অনলাইন সাহিত্যপত্র “শব্দবোধ”-এর উদ্বোধনী সংখ্যার জন্য আমার শুভেচ্ছাবাণী :

আমি মনে করি শব্দবোধ না থাকলে, কেউ কবিতা বা গদ্য– কোথাও সিদ্ধি লাভ করতে পারে না। 

শব্দবোধ থাকাটা কবি সাহিত্যিক, আলোচক– বা সাংবাদিকদের জন্য বিশেষভাবে জরুরী। এই মহামারিকলে শব্দবোধ নামে অনলাইন ভিত্তিক একটি সাহিত্যপত্র প্রকাশের পথে রয়েছে– জেনে আমি আনন্দবোধ করছি।

শব্দবোধ নামটা আমার খুব পছন্দ হয়েছে। সাহিত্যপত্রের জন্য এর চেয়ে যথার্থ নাম আর হয় না। আমি শব্দবোধ-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।  

 

শুভার্থী

নির্মলেন্দু গুণ
Scroll to Top