পথ

সোনার তারে ঠিকরে উঠল মেঘছেঁড়া শেষরাত

বৃষ্টিধোওয়া গাছের পাতায় শান্ত হাওয়ার গান

কত জন্ম পেরিয়ে এসে ধরেছি এই হাত

একলা পথে তোমার ছায়া আমার পরিত্রাণ 

মহামারী বন্যা ঝড়ে ধ্বস্ত শহরগ্রাম 

পেরিয়ে যাচ্ছে রুদ্ধ সময় শ্মশান কবরভূমি

অন্ধকারে মিলিয়ে গেল কতই প্রিয় নাম

শব্দে প্রেমে গড়ছি যাকে, সেও কি নও তুমি! 

স্তব্ধগহন শোকের ভেতর একটি মুখের আলো

জাগিয়ে রাখি, ভাঙাচোরা সমুদ্রতট, বিমর্ষ ঝাউবন

দিগন্তে নীল জলস্রোতে এমন প্রতিধ্বনি– কে জাগালো

ডাকছি যে নাম ধরে, সোনার তারে কাঁপছে তারই মায়াবী গুঞ্জন 

দশদিকে হাত বাড়িয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি দীপ্যমান ডানা

তুমি আছ, ছড়িয়ে আছে আবিশ্ব এই পথের ঠিকানা

Scroll to Top