পরাবাস্তব
সূূর্যোদয় দেখতে গিয়েছিল মেয়েটি।
ছেলেটি গিয়েছিল সূর্যাস্তে
একটানা মেঘ এক ফোঁটা বৃষ্টি
দু চার’বার দমকা হাওয়া….
তাদের আর খুঁজে ই পাওয়া
গেলো না। কোথায় যে হারালো?
কত খোঁজাখুঁজি কতো সার্চ
কেউ এসে ফেললো তীব্র আলো
মিললো না। ভেসে গেলো ঢেউ
এখনো ঢেউ কাঁদে অবিরাম
হয়তো নদীর জলে অথবা আকাশে
হয়তো পাথরের গায়ে
লেখা আছে প্রেমময় নাম।
এরপর যতোবার সূর্য ওঠে, লাল
যতোবার অস্ত যায় তাও আবীর।
সিডনি