প্রনয় কাব্য(৬)
উৎসর্গ: বন্ধু ফেরদৌসি রেজা
হৃদয় ছিল তোমার কাছে
পুরোপুরিয় বাধা
আমি আয়ান,কৃষ্ণ নই
তুমিই আমার রাধা।
সেইতো কবে কাহ্নপা
লিখলো আমার ব্যাথা
হাজার বছর গেল চলে
সত্যি কথা কে বা বলে
আমায় দিয়ে অপবাদ
তুমি হলে সাদা,
আমি আয়ান, কৃষ্ণ নই
তুমি আমার রাধা।
কৃষ্ণতো ‘দেব’ ছিল
হয় কি কারো একা
তবে কেন এমনতরো
বুকফাটিয়ে কাঁদা !
কে গো আছো কবিগন
নতুন করে লেখ
আমার রাধা আমারই
এ কথাটা বলো
আমার হৃদয় তোমার ছিল
তোমার কাছেই বাধা
আমি আয়ান, কৃষ্ণ নই
তুমি আমার রাধা।