প্রব্রজ্যা ভূমি
প্রব্রজ্যা দিনের কাছে বসে থাকি; পয়মন্ত চোখে
দৃশ্যান্তর ঘটে জীবন্ত ছবির, পুকুরের পাড়ে
প্রয়াতদের কবর ছুঁয়ে যায় জলের কল্লোল।
বেড়াঘেরা মাটির বুকের মাঝে চারার শেকড়
আর নির্বাণের হাড়গোড় এক হয়ে মিশে আছে।
জীবনকে ছুঁয়ে ফেলে স্বকাক্সক্ষার মার্গে আসি উঠে
মায়িক শেকল ভেঙে সুউচ্চ আকাশে যাই ভেসে
উর্ধ্বগামী ড্রোনে যেভাবে নকশা হয় জনপদ।
পাহাড় ডিঙিয়ে অবশেষে নদীর বুকের কাছে
বায়ুস্নানে শীত শীত ভাব জাগে আসন্ন আবহে।
ভূমির সন্ধানে ঘুরি পাহাড় আর জলের স্বপ্নে;
কে জানে কেমন মাটি ঢেকে দেবে অন্তিম আগুন
অথচ এখানে আজ নিরন্তর ফাগুন ফাগুন
আয়োজনে কেটে যায় মোহাবিষ্ট সহোদর মন!