প ও ফ, তামাটে পরস্পর
(কবি পিয়াস মজিদ, বন্ধুবরেষু)
সাদা-কালোয় ঘোরগ্রস্ত কবিতার চোখ
কালের কলস ভেঙে জলের হাসিমুখ।
তোমাকে ঈর্ষা করি, শিল্পের সামিয়ানা
দেয়ালে পড়েছে ছায়া চলতি হাওয়ায়।
সময় তার নৈবেদ্য নিয়ে স্মরণে রাখুক
দুই বর্ণ ‘প ও ফ’, যেন তামাটে ভাবুক।
ব-দ্বীপে কবিতাধারা, আমরা পরস্পর
অভিমুখে কবিতাগ্রাম, মর্মছেঁড়া নদী।
রক্তঢেউয়ে ভেসে থাকা বিজন সন্তরণ
এই তো কবিতা, কবির অমোঘ নিয়তি।