ব্যঞ্জনা

আমি শুধু ছাপার হরফে নেই-
আমার অনুচ্ছেদে
স্বরবর্ণ শুধুই স্বর্ণ দিয়ে মোড়ানো থাকে না,
আমার ব্যঞ্জনবর্ণের ব্যঞ্জনা রয়েছে!

নিজের রক্ষাকবচ নিজে রচনা করে চলি
যদিও অনেকবার আমাকেও পঙ্গু করে
তাঁবুবাসী করতে চেয়েছিল পামরেরা,
আমার বনের উঁচু গাছটা কেটে নিয়ে
আমাকে বিমর্ষ করেছিল!

পুস্তকপ্রেমিকেরা শুধু নয়
মুদ্রকরেরা শুধু নয়,
সাধারণ মানুষেরা জানে-
তাদের জীবনবিন্যাসে আমার অক্ষরবিন্যাস
কীভাবে সিদ্ধি লাভ করেছে
কীভাবে অমৃত হয়ে উঠেছে।

আমাকে মৃতের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য
কোনো যাদুকর ফুসলিয়ে
সমাধিক্ষেত্রে নিয়ে যেতে পারেনি!

Scroll to Top