মানবিকতার মান
‘সম্মান’ জানাতে গিয়ে অপমান করে তারা কারা
কে নেবে সে ‘পুরস্কার’, কে নোয়াবে ঋজু শিরদাঁড়া
লজ্জা নেই শাসকের, সীমা নেই তার ধৃষ্টতারও
তাদের দ্যাখানো লোভ
বলো কে কে ছুড়ে ফেলতে পারো
বেশি কেউ পারে না তা, মাঝে মাঝে কেউ কেউ পারে
বুকভরা শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তাঁর দ্বারে
আজ এই মাতৃভূমি দস্যুর কবলে শাসিত
তাদের বিরুদ্ধে এই স্পর্ধা, এইই তো প্রত্যাশিত
মানুষ এমনই হয়, দৃঢ় সেই মানুষের জাত
অসম্মানের মুখে হানতে জানে যোগ্য পদাঘাত
কে রে তোরা কিনতে চাস কোন মানুষের পরিচয়
তোদের দরজা থেকে দূর করে আদর্শের জয়
তোরা কি সম্মান দিবি ? আমাদের প্রগাঢ় শ্রদ্ধাতে
মানবিকতার মান মানুষ দিয়েছে তাঁর হাতে…