কবি রেজাউদ্দিন স্টালিন

উপদেষ্টা

শব্দবোধ সাহিত্য পত্রিকা

 

 

২৬ শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

১০ ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ

বাণী

শব্দবোধ প্রকাশের উদ্যোগকে স্বাগত জানাই। বাংলা কবিতা এখন ভালো সাহিত্যপত্রের অভাবে দিশেহারা। বামুনাকৃতি সাহিত্য সম্পাদক নামধারীরা দাপিয়ে বেড়াচ্ছে। পাশাপাশি ফেসবুকের অতিস্বাধীনতায় যার যা খুশি কবিতাকারে পোস্ট দিচ্ছে।ফলে নতুন পাঠক বিভ্রান্ত।আদর্শ পাঠক তৈরিতে সৎ সম্পাদকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাভাষার আদর্শস্হানীয় সাহিত্যপত্র ও সাহিত্য সম্পাদকের উদাহরণ বিরল নয়।কবি সিকান্দর আবু জাফর, কবি আহসান হাবীব, কবি হাসান হাফিজুর রহমান, লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জনাব আবদুল্লাহ আবু সায়ীদ, কবি আব্দুল মান্নান সৈয়দ প্রমুখের নাম করা যায়।তবে জীবন ও জগৎ এক অসীম প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়।নতুন স্রোত এসে জায়গা দখল করে।হেরাক্লিটাস যেমন বলেন কোনো মানুষ একই নদীতে দুবার স্নান করে না এবং আমাদের পাঠ বদলায়।আজকের মানুষ আগামীকালের মানুষ হবে না,আগামীকালের  মানুষ আজকের মানুষ নয়। এই দার্শনিক চিন্তার সারৎসার  আমাদের শিল্পের জগতকে বুঝতে শেখায়।আমাদের বোধকে প্রসারিত করে।

শব্দবোধ অনলাইন সাহিত্যপত্র হিসাবে সেই মহতী দায়িত্ব পালন করুক এই প্রত্যাশা করি ।

রেজাউদ্দিন স্টালিন
Scroll to Top