শূন্যস্থান পূর্ণ

.

না এলো ব্যাচেলর ঘরে, স্থির বিছানায়

ছড়িয়ে দিল শরীর— চোখ বন্ধ, চুপচাপ

কামিনীর তীব্র ঘ্রাণে মাতোয়ারা বেড়াল

জানতে চাইল— অলিভ অয়েল আছে?

ব্যাকুল তাকিয়ে আছি বৃষ্টির পদ্মফুলে;

পাপড়ি নেড়ে… ‘পদ্ম এতো স্নিগ্ধ হয়!’

না যদিও এলো, আকাশ বিলা হয়ে ছিল

শ্রাবণ আকাশ— এমন তো হওয়ারই কথা

না ঝরল, আমি ঝরলাম… মুষল বর্ষণে

পরস্পরের কাছাকাছি, পাশাপাশি শান—

বাঁধানো ঘাটে পাতার সংসার, ঘরে বৃষ্টি

বাইরেও বৃষ্টি— দ্রুত পূর্ণ হচ্ছে শূন্যস্থান।

Scroll to Top