সন্ধ্যামায়াজাল
স্মৃতির ওপার থেকে কে যে এলো!
পায়ে বাজে রিনিঝিনি মল
সুন্দর এসেছে বুুঝি!
ভাসলো কি রূপশতদল?
আলো-ছায়া-রোদ-বৃষ্টি
হাওয়ার নাচন
উড়ে যায় স্মৃতিহংস
হৃদি-সংবেদন!
মুহূর্তে মুহূর্ত বাজে
মহাকাল পায়েচলা পথ…
নদীও ভাঙে তীর
কালের তঞ্চক!
আমি যদি দিই ডুব
পদ্মফোটা জলে
তুমি তো জ্বলবে জানি
অদেখা অনলে!
প্রাণের কথারা যদি
ঘরে ঘরে মরে!
কে বাঁচায় প্রত্নপ্রেম
গ্রামে ও শহরে?
ফুলে ও ফসলে আজ
সন্ধ্যামায়াজাল
ভাসুক চাঁদের রেখা
তোমার সকাল!
বিন্দু আমি এঁকে যাই
বৃত্তের পরিধি
তুমিই অনন্ত বোধ
তুমিই তো আদি!