হেলুসিনেশন
ডাকি, আয় ঘুম আয়
শিশুর মায়ের মতো
সুর করে ডাকি
গান করে ডাকি
আয় ঘুম আয়
চাঁদ নেই তবু চাঁদের মায়ার কাছে
ঘুম ধার চেয়ে আনি
আমি ঘুমাই আর ঘুমালে
শিশুরা কোরাসের সঙ্গীত
সুর করে পড়ে
যেমন শিশুবেলায়
মাথা দুলিয়ে আমপারা পড়ছি।
জের-যবর-নকতা ভুলে গেলে
মা স্পষ্টভাষায় আউড়ে দেয়
মা বসে আছে শিয়রে
এখনি বলবে ওঠ
আমপারা শেষ করে
অংকের খাতা নিয়ে বস
আমি আমপারা খুঁজি
অংকের খাতা খুঁজি
মাকে খুঁজি
আর ঘুম ভেঙে যায়
আমি ঘুমালে মা আসে
তাই ঘুমাতে চাই, ঘুমাতে চাই
না ঘুমালে মা আসে না।
এই যে আমি জেগে আছি এখনো
মা জানালার ওপাশ থেকে
বারবার বলছে, ঘুমিয়ে পড় বাছা
তুই ঘুমালে আমি আসব
এখন বড় ঘুমের দরকার
ঘুম এলেই মায়ের ঘ্রাণ পাব