অঅঅঅঅঅঅ…
আহমেদ শিপলু
ফেস্টুনভোরে জেগেছিল বর্ণমালার স্লোগান
ওরা কার্তুজ ভেবে তাক করেছিলো রাইফেল
বললাম অঅঅঅঅঅঅ…
আর অমনিই ছুটে এলো চারপাশ থেকে হাহাকার!
স্বরেআ হ্রস্বই দীর্ঘঈ হ্রস্বউ দীর্ঘঊ, সকলের সম্মিলিত ক্রন্দন!
ছিলাম মিছিলে
সেদিনের সেই রাজপথ
সাদাকালো ভোর আর লাল লাল স্লোগান
ফেস্টুনজুড়ে
ছিলাম তো!
বললাম কঅঅঅঅঅঅঅঅ…
ঠায় দাঁড়িয়ে গ ঘ ঙ
চ এর গাল বেয়ে নেমে গেছে অভিমান!
ডাকলাম ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরের সুতোয় গেঁথে
ছুটে এলো ফাল্গুন, রক্তাক্ত দুপুর! আকাশজোড়া হাহাকার!
বললাম মায়ায়ায়ায়ায়ায়া…
পাখিরা বললো— মা মানে মায়া
পলাশ শিমুল ছুঁয়ে ব্যথিত কোকিল গাইলো— মা মানে মাতৃভাষা
বরকত শফি রফিক জব্বার আর ছালামেরা
সেই থমথমে দিনে হুংকার দিয়ে বললো—রাস্ট্র ভাষা বাংলা চাই!
১১ ফেব্রুয়ারি ২০২২