অসমাপ্ত দুটি কবিতা
রক্তের ভাষা-১২
অবশেষে আহা ফিরে এসেছে স্বস্তি
বেঁচে থাকা ভালো, মরে যাওয়াটাও ভালো।
প্রতিদিনই কেন খেতে হবে ভাত-রুটি
মাঝে-মাঝে টানা উপোসও মন্দ নয়।
কিছু লোক আজ খাক-না স্বর্ণ-হীরা
উপোসী পেটে কিছু-না-কিছু তো সয়।
দিনশেষে দেখি সবাই ঘরোয়া শহীদ
রক্তের ভাষা-১৩
কেউ হেঁটে যান হাটে, কেউ নেচে যান মাঠে
হাতে-হাতে আজ পতাকা ওড়ে মৃত নদীর ঘাটে।
তোফা আছি বোন, তোফায় তোফাতে বাঁচি
বিপদ কেটেছে ফুলের দৃশ্য গাছের সবুজ ডালে।
তোফা সেতু বেয়ে রাতের আলোয় হাঁটি
তোফা দিনকাল কোনো খেদ নেই।
নাচের ঘরানায় ঝকমক করে শীতল স্মৃতির হাওয়া।