আওয়াজে
এত কথা হয়, আওয়াজে ভরে যায়—
বাতাসেরা কাঁপে চারপাশের ছায়ায়—
সহসা পাখিরা ভয় পেয়ে উড়ে যায়।
কোলাহল শুধু বেপরোয়া আর গাঢ়
কোনো অসীম মৃত্যুর দিকে খুব ঘন
নীল কোনো আবরণ অথবা অরণ্য
কিংবা পুরোটা শহরে মেজাজের মতো
শরীর খেয়েছে সব গহিন তুষারে।
তবুও গাছেরা শুধু চুপচাপ সুরভিত
যেন সরে গেছে জনপদ থেকে দূরে
সাদা কোনো জোছনায় কেবল নিহত—
কোনো সবুজ বর্ষায় যেন গেঁথে আছে
খুব পাশে, কাছে জল বাড়ছে সহজে
ভারী হাওয়ায় উড়ছে পরাগরেণু।