করোনা

দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা স্তিমিত

ক্রমশ এগিয়ে আসছে তৃতীয় ঢেউ।

দরজার বাইরে দাঁত নখ লুকিয়ে

ঘাপটি মেরে সোল্লাসে থাবা চাটে

রক্ষরানি ডেলটা ভ্যারিয়েন্ট

মেঘভাঙা বৃষ্টিতে যেন ভাসমান কিশতওয়ার

অরণ্যে রোদন করে গোটা বধ্যভূমি

শুধু লোকাল ট্রেনেই কোভিড, বিশেষজ্ঞ জানে! 

কে বানাল বধ্যভূমি এ সুবর্ণ প্রদেশ?

প্রতিষেধক চুরি যায় কার কর্মফলে,

মানবশরীরে ঢোকে অনর্থ ওষুধ?

এ প্রশ্ন নিরন্তর, কিন্তু অবান্তর!

মানুষ কমিটি পায়, বিচার পায় না

ঠগ বাছতে গাঁ উজোড়, নাচছে করোনা! 

Scroll to Top