জাগৃতি
জীবন যখন নিরর্থকের বলি,
আমরা তখন একলাই পথ চলি।
বাঘ নেই বনে একলা ডাকছে ফেউ,
তৃষ্ণা যখন পুড়ে যায় বরফেও।
শ্রুতির নিকট অগম্য সব ধ্বনি,
মেডুসা বাজায় পাথরের সিম্ফনি।
বেঁচে আছি কিনা জানতেও লাগে ভয়,
কান্নার চেয়ে নিরবতা বিস্ময়।
চোখগুলো সব বন্ধ জানালা আর
সূর্যের আলো ঘোচে না অন্ধকার।
উনুনের ধোঁয়া কুয়াশায় অবনত,
সব শাসকেরা সন্ত্রাসী বস্তুত।
কণ্ঠনালীতে কণ্ঠস্বর স্মৃতি,
কবিতায় শুধু জীবনের জাগৃতি।
নূহ সমুদ্রে শোনা যায় ওঙ্কার,
নতুন পৃথিবী- সময় অপেক্ষার।