তাহাদের কথা
(সুমিতা ধর বসুঠাকুরের প্রয়াণে)
আপাতত মুলতুবি আমাদের শেষ দেখাশোনা
আকাশের ছাদ থেকে শাড়ির চিহ্নটুকু
তবু মুছে ফেলা গেলাে না
গান গাইতে গাইতে যে মেঘগুলাে উড়ে গিয়েছিলাে
আলতাসেঁকা দুটো পায়ে তাদের কান্নার সরগম
ভুলে যাবার আগে পর্যন্ত
অবিচুয়ারির শেষ শব্দটি যদিও
বাতাসের এককোণে চুপ করে বসে ছিলাে
বৃষ্টির পালক যতােক্ষণ না মল্লারে পথ হারায়
বেহেস্তের কিনার ঘেঁষে ওই ভেসে আসছে গন্ডােলা
অপেক্ষা শুধু দ্য লস্ট সিম্ফনি’ বেজে ওঠার
চিকন বেনারসীর উপর দুঃখিত রােশনাই
ক্ৰমশ মনে করিয়ে দিচ্ছে বিয়ােগচিহ্নের সৎকারগাথা
প্রান্তিক অভিবাদনের নােটেশন ঠিকঠাক দেখে নিয়ে