তীর
তীরটি ছুটছিল, বাতাস চিরে
তার লক্ষ্য সুনিদিষ্ট
যাত্রার দু পাশে
একে একে পার হলো কৃষ্ণগহবরে চোবানো বক্ষ
তার লক্ষ্য
সুনিদিষ্ট একটি প্রেমময় তীব্র লাল হৃদপিন্ড
সুতিক্ষ্ণ ফলায় ছিন্নভিন্ন ভালোবাসা
ছোপ ছোপ রক্ত।
মুহূর্তে রক্তনদী ঠেলে উন্মত্ত জনতা
ফাসির কাঠগড়ায় তীরটি চিৎকার করছিল
আমি আগেই মৃত।