দু’টি কবিতা
তালগাছ
গরুগাড়ি ও ঠেলাগাড়িতে অভ্যস্ত জীবনটা–
রেলগাড়িতে, মোটরগাড়িতে উঠতে
পারল না, জেটবিমান তো অনেক দূরের বিষয়!
গরুগাড়ি এখন যাতায়াতে পরিত্যক্ত, তুমিও!
ঠেলাগাড়ি এখন যাতায়াতে পরিত্যক্ত, তুমিও!
মাটির পাতিল এখন অ্যালুমিনিয়ামের
পাতিলে পৌঁছেছে–তুমি পৌঁছেছো কোথায়?
তাল রাখতে পারোনি, তালগাছের তাল
তোমার বাগানে থাকলেও, সেই তাল তো
তোমার আয়ত্বে নেই!
একমুখী নৈতিকতা
ইঁদুরও তোমার চেয়ে বুদ্ধিমান, তুমি তার চেয়ে–
দশগুণ বুদ্ধির চর্চা করেও গর্তের অন্ধকারে
কিছুই দেখতে পাওনি, যারফলে পোকারা খেয়েছে
তোমার ফসল! এত চাষবাস, এত শ্রম, এত
ঘাম ঝরিয়ে কী লাভ হলো? তোমার বুদ্ধি ও দক্ষতা
কোনো কাজেই লাগল না! একদল শূকর এসে
ব্যকটেরিয়া ছড়িয়ে দিয়ে–তোমার বাগানের
পাখিকেও বাঁচতে দিলো না, তার পরও তুমি একমুখী
নৈতিকতা নিয়ে আছো?