পথের পাঁচালি ২০২১

প্রাণের পাঁচালি নিয়ে

ইন্দির ঠাকরুন বসে আছেন

নিশ্চিন্দিপুর।

‘অপু তুই আমাকে ছেড়ে

চলে যাস কোন কুসুমপুর?’

দিনশেষে 

রোড নম্বর রাত্রির দিকে

 ঢুকে পড়লে দেখিস,

সেখানে নোঙর করে আছে-

কারও চোখের লবণ

গুড়- মিষ্টি ফল

আর দূর্গার কসম।

স্মৃতিলাঞ্ছিত পৃথিবীতে

স্মৃতি খুন করে

কতদূর যেতে পারে

দূর্গার ভাইয়েরা!

Scroll to Top