পা যখন গোল
বিকেল বমি করছে এনেস্থিসিয়া
রাত্রিপান শেষে বাড়ি ফেরার বদলে হেসে উড়িয়ে দিচ্ছে সূর্য!
রিকশার মাতলামি জুড়ে রাস্তারা হন্যে
গন্তব্যের খোঁজে গলিগুলোও বড় রাস্তায় মাথা গুঁজে হয়রান।
এমনি রাত। চাঁদকে চম্পা ভেবে জড়িয়ে ধরা যায়।
কথার আর্কাইভ খুলে গেছে
দরজার ক্যাঁচক্যাঁচ ঝেড়ে কেশে বিরান
শ্রোতারাও ঢুলুঢুলু।
হল্লাপাড়ায় নেমেছে বৃহস্পতি
আজ শনির নাচ হবে চরাচর জ্যোৎস্নায়।