বর্ণমালা
সম্ভবত আরো কিছুকাল বেঁচে যাবো,
আকাশের গায়ে বর্ণমালার রূপ আঁকতে পারবো শেষবেলা
নির্ভয়ে বলতে পারবো পৃথিবীকে
—দেখো, বাঙালিরা পারে!
আকাশস্পর্শী পিরামিডের মতন
একটি সুউচ্চসৌধ গড়ে তুলতে চাই
যার দীর্ঘ পাটাতন জুড়ে আকাক্সক্ষার সব রঙ
থাকবে সাজানো স্তরে স্তরে। আর
প্রতিটি শব্দের গায়ে আঁকা হবে প্রতিধ্বনি ছায়ায় আড়ালে
যেখানে মুদ্রিত হবে বর্ণমালার প্রতিচ্ছবি
যেখানে উঠবে ফুটে বাঙালির শৌর্যের রূপ আপন আলোয়!
শব্দ সাজাতে গিয়ে দেখি—
কিছুশব্দ বহুরূপী বারংবার রঙ বদলায়
কিছু শব্দ অতি ব্যবহারে ন্যুব্জ
হারিয়ে বসেছে তার কৌমার্যরূপ বহুকাল
কিছু শব্দ জেদী—সহজে চায় না হতে শব্দপাটাতন
হিংসুটে কিছুশব্দ বিশ্বাসবিহীন হাওয়াকল
সুযোগ পেলেই চৌরাস্তার মোড়ে হাঁক দেয়!
আমরাও সংকল্প নিয়েছি
বহুবর্ণ শব্দসৌধ বানিয়ে সেদিন সহাস্যে বলবো পৃথিবীকে
—দেখো, আমাদের বর্ণমালার কত শোভা