বলেছ যখন
বলেছ যখন–দিয়ে দেব ঘুমখানি,
পাতার আদর, তারার মায়াবি চোখ
আর বাতাসের দানাপানি।
ভালোবাসা যদি চিলের পালক হয়,
মনের গাঙ্গে ভাসমান রাজহাঁস!
তার সাথে এঁকে স্বপ্নের যত ক্ষয়।
চেয়েছ যখন– রক্তকরবী,
আঙ্গুররাঙানো দিন নিয়ে নাও এই কুমড়ো লতা; ধুলোয় কাতর–
এবং কবিতাবৌ, ঠোঁটের আলতো ঋণ।