বিস্মরণ
তারপর নদীর ওপারে জাহাজভাঙা শিল্প পেরিয়ে আমরা চলে যাবো আরো দূর গ্রামে
আলপথ হেঁটে গিয়ে অচেনা বাড়ির উঠানে চাপকল চেপে খাবো শীতল ঠাণ্ডা পানি
রোদে আর গরমে ও ঘামে তোমার মায়া মায়া কাজল ছড়িয়ে যাবে সারামুখ অধর
তার কালিমারঙ আভায় তোমাকে লাগবে বেশি সুন্দর
আমি বলবো হাবিজাবি অতীতের কথা
তুমিও বলবে কত না ক্ষির খেয়ে গেছে কালের গোপাল
আমাদের কথা দূর বাতাসে বাতাসে মিশে যাবে
সন্ধ্যা না নামতেই আমাদের মনে হবে শহরে ফিরে যাবার কথা
যে সমস্ত স্বকীয় বাস্তু ফেলে এসেছি অহোরাত্রির সাবলীলতার কাছে
ফিরতে ফিরতে আমাদের ইচ্ছে হবে, না ফিরি
দিনটিকে একদিন দিবস হিসেবে পালন করার কথা ভাববো মনে মনে
অথচ যা কিছু রেখেছি দুজন মনে তার কিছুই বলা হয়ে ওঠেনি
জাহাজভাঙা শিল্প পেরিয়ে যাওয়া দূর গ্রামে
আর একদিন আমরা গ্রামটার নামও ভুলে যাবো
ভুলে যাবো একদিন দুজনে কোন অচেনা গ্রামের চাপকল চাপতে গিয়ে হেসে গড়িয়ে পড়েছিলাম।
ভুলে যাবো একদিন আমরা খুব হাসতাম।