ভালো-ভাষা

অনেক কিছুই হারিয়ে ফেলেছি , কত কী ভুলতে পারি,
তবু ঢাকা থেকে ফোন-আসে;আজকে একুশে ফেব্রুয়রি

আবোলতাবোলে জমে আছে বহু অনাদরভরা ধুলো
ঝরে পড়ে থাকে প্রচার না-পাওয়া কাব্যগ্রন্থগুলো।

কলেজস্ট্রীটের ভিড়-কোলাহলে , প্রেসিডেন্সির গেটে
বাংলা-বইয়ের পাতা উল্টোয়; ফুটপাত হেঁটে হেঁটে।

অনেক কিছুই ভুলে যেতে পারি শহরের পথে নেমে
হে কারুবাসনা, জীবন মরণ নিঃশেষ প্রেমে প্রেমে।

ভাষা শহীদের নাম ক-জনের সত্যিই মনে থাকে?
মহীনের ঘোড়া অন্ধকারের আড়ালে নিজেকে ঢাকে।

ফ্লাই ওভারের দিগন্ত ছুঁয়ে শহরের উচ্ছ্বাসে,
বাংলাভাষাকে এখনও বলো কে মন থেকে ভালবাসে?

Scroll to Top