মাতৃভাষা

আমার প্রথম চিৎকার থেকে বেরিয়ে এসেছে প্রপিতামহের অক্ষর

আমার প্রথম চিৎকার থেকে বেরিয়ে এসেছে মাতৃদুগ্ধরূপী বর্ণমালা

আমার প্রথম চিৎকার থেকে বেরিয়ে এসেছে অ আ ক খ ধ্বনি প্রতিধবনি

আমার প্রথম চিৎকার থেকে বেরিয়ে এসেছাে তুমি হে আমার বাংলা ভাষা

 

তােমার হাতে আমি তুলে দিয়েছি অবগাহনের উন্মুখর জলরাশি

প্রতিটি নদীর জলে, স্রোত ও সঙ্গম মুখে আমি তােমারই কোলাহল

আমার পতাকার রঙে, আমার ধুলি ও বৃষ্টিগাথায়

অসামান্য সবুজের মর্মরিত উচ্চারণে তুমি

তোমার স্তবগানে

পাখিদের ঠোঁটে প্রতিদিন উড়ে আসছে আমার উষাকাল

 

তােমাকে ভালােবেসে আমি উড়িয়ে দিয়েছি রক্তাক্ত জামা

শহিদ মিনার থেকে উড়ে উড়ে সেই রক্ত কথা বলছে মানুষের মাতৃভাষায়

পৃথিবী কথা বলছে বরকতের ভাষায়

পৃথিবী কথা বলছে সালামের ভাষায়

পৃথিবীর কথা বলছে রফিকের ভাষায়

পৃথিবী কথা বলছে জব্বারের ভাষায়

পৃথিবী কথা বলছে শফিউরের ভাষায়

 

সারা পৃথিবী আজ শহিদ মিনার

সারাটা পৃথিবী আজ মিশে গেছে প্রভাতফেরিতে

তােমার মৃত্যু নেই হে আমার মাতৃভাষা।

Scroll to Top