রাবারে মোড়া কাছিম-খোল


১.

ওখানে রাবারে ঢাকা কাছিমের খোল রাখা আছে

#

খোলটিকে ঘিরে, জেনো, তীব্র-ঝাঁজ গুল্মের পাহারা

#

হপ্তাকাল যত্ন করে ধুয়ে-মুছে-ধুয়ে

নরম তুলোয় ঢেকে

আগলে রাখতে গিয়ে আমি দিশেহারা

#

২.

আহ্ লাগছে…পায়ে পড়ি

আর নিচে নামতে যেয়ো না

#

আহ্ নইলে কী গরম টগবগে লাভা

গড়াবে, ছুটবে আর

বেগানা চোখেরা যাবে জেনে

#

আহ্ নইলে, শোনো, নইলে …

আহ্ …সবচে’ খুদে রেনুপোকা

অতলের ছিদ্রে ঢুকে বিটকেলে কাণ্ড বাধাবে;

একবার ঢুকে পড়লে আর বেরোবে না!

#

সেখানেই খাবে-দাবে, নড়বে-চড়বে, দিব্যি বড় হবে

#

বড় হ’তে হ’তে একদিন

সবার চোখের সামনে

খোল-ভাণ্ড ফাটিয়ে বেরোবে; আর

পাড়াজুড়ে ভয়ানক দামামা বাজাবে

১.

ওখানে রাবারে ঢাকা কাছিমের খোল রাখা আছে

#

খোলটিকে ঘিরে, জেনো, তীব্র-ঝাঁজ গুল্মের পাহারা

#

হপ্তাকাল যত্ন করে ধুয়ে-মুছে-ধুয়ে

নরম তুলোয় ঢেকে

আগলে রাখতে গিয়ে আমি দিশেহারা

#

২.

আহ্ লাগছে…পায়ে পড়ি

আর নিচে নামতে যেয়ো না

#

আহ্ নইলে কী গরম টগবগে লাভা

গড়াবে, ছুটবে আর

বেগানা চোখেরা যাবে জেনে

#

আহ্ নইলে, শোনো, নইলে …

আহ্ …সবচে’ খুদে রেনুপোকা

অতলের ছিদ্রে ঢুকে বিটকেলে কাণ্ড বাধাবে;

একবার ঢুকে পড়লে আর বেরোবে না!

#

সেখানেই খাবে-দাবে, নড়বে-চড়বে, দিব্যি বড় হবে

#

বড় হ’তে হ’তে একদিন

সবার চোখের সামনে

খোল-ভাণ্ড ফাটিয়ে বেরোবে; আর

পাড়াজুড়ে ভয়ানক দামামা বাজাবে

Scroll to Top