শহরের সব গলিতে
সব শহরের থাকে আশ্চর্য গলিপথ
থাকে দাঁত উঁচু দোকান
ফেরিওয়ালার ফন্দিফিকির
ভিখারিদের একঘেয়ে অনুনয়
লোহা আর সোনা পেটানো গান
গলির বুক বরাবর কাপ -চামচের দ্বৈরথ
শেষ মাথায় মধ্যবয়স্কাদের কণ্ঠের বারুদ
আর আরব্য রজনীর অনি:শেষ গল্প
ধু ধু বিকেলে এক তরুণ
বিরহ পায়ে হাঁটে
জানালার মরুপথে তরুণী
শহরের সব গলিতে জুলেখা থাকে
আর এক স্বপ্নদ্রষ্টা ইউসুফ
অংশীদার
চিতাভষ্ম বেঁধে রাখে দেহ
আগুন উন্মত্ত রাগে
ছিঁড়ে ফেলে মৃত্যুচিহ্ন
শূন্য ঘরে মোমবাতি
স্মৃতিগ্রস্হ-অর্ধনিমিলিত
অনুপস্থিতি কথা বলে-
ফিরে আর আসবে না কেউ
কিন্তু কেন জানি ফিরে আসে
ছায়া আর ঘটনার অনুপরমাণু
পৃথিবী কাউকে ছাড়ে না কখনো
স্তব্ধতা সেও বিরহের অংশীদার
ফিরে আসে অশ্রুকণা হয়ে