সকালে ভৈরবী রাগ, সন্ধ্যায় ইমন
সকালে ভৈরবী রাগ, সন্ধ্যায় ইমন
আমার অসুখ শুনে কাঁপে নাই মন?
রাগ সংগীতে ভরা তোমার হৃদয়
তাই বলে জ্বর শুনে রাগই শুধু হয়?
নরম খাবার খাবো আর দুধ জুস
এসব কোথায় পাবো, আছে সেই হুঁশ?
খেয়েদেয়ে যেন আমি নিই বিশ্রাম
বুজে থেকে যেন দিই চোখকে আরাম।
চোখ বন্ধ করি যদি বিশ্ব আসে চোখে
অন্ধকার ভরে যায় তোমার আলোকে
সেইখানে তুমি চাঁদ, তুমি সব তারা
প্রাণের ভেতরে পাই অদ্ভুত সাড়া।
জেগে দেখি পালিয়েছ, রেখে গেছ ঘ্রাণ
জেনে গেছ, সামান্যেই বাঁচে এই প্রাণ।