সম্পর্ক

সম্পর্কেরা যত্নে যত্নে বাঁচে
তুমি যতই বিচ্ছিন্ন হতে চাও
ততই জড়িয়ে পড়ো সম্পর্কের জালে!
মাছ যেমন লাফাতে লাফাতে
অদৃশ্য জালে জড়িয়ে যায়
সম্পর্কসূত্রে মানুষও তেমনি!
এ কথা তো অমূলক নয়
ভুল শব্দে ভীষণ তড়পায় অভিধান
অসুরে ডুবে যায় গভীর বাণীও!

যত্নে যত্নে বাঁচে যেমন সম্পর্কেরা
তেমনি আবার অযত্নে ধরে মরিচাও
লোহার ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবুক
দৃশ্যমান থইথই জল
এই ফাঁকে আমিও একটু ঘুরে আসি
সম্পর্কেরা ডানা মেলে দিক দুরন্ত উড়াল…

Scroll to Top