আকতার হোসাইন

আকতার হোসাইন জন্ম: ১০ আগস্ট, ১৯৫৭ । প্রকাশিত কাব্যগ্রন্থ: যে তুমি কাঁদাও এসে, চোখের তারা সকল মেয়ের নাচে না, কষ্ট নাও সমানে সমান, যে বিষ ছুঁয়েছে রক্ত, জলের কাতর ডানা, দরিয়া কাঁদে না দাঁড়ের আর্তনাদে, তোমাকে প্রার্থনার মতো ডাকি, নির্বাচিত প্রেমের কবিতা, নির্বাচিত কবিতা ছড়া । কিশোর কবিতাগ্রন্থ: মেঘ তোমাকে দিলাম ছুটি, ব্যাঙের ছাতা, ইষ্টি নয়, এমন নদী পেতাম যদি, মেঘের কি বাড়ি নাই, সম্পাদনা : নিসর্গের প্রতিবেশী ( কবিতা সংকলন), পংক্তিমালা ( কবিতা বিষয়ক ছোটকাগজ)।

Avatar photo

শ্বেতকাফন

আমি এখন তাহলে সেদিকেই যাবো, যেদিকে তোমার পদশব্দ নেই, নেই বোতলকুড়ানো বালিকার অনুসরণ আর রাত -নিশীথের প্রহরীর হুইসেলের ক্লান্ত কান্না। প্রিয়াহারানো নগরময় চষে বেড়ানো রিকাশাচালকের একই সুরের বাঁশি শুনবো না আমি আর , শুনবো না কাঁপানো মিসড কলের  গোপন আহবান। আমাকে এবার যেতে দাও অশ্বত্থের বিশাল খোড়লে, যেখানে দাঁড়াশ সাপের সাথে কুণ্ডলি পাকিয়ে কাটিয়ে দেবো […]

অদূরে দেখি মা আমার

অদূরে দেখি মা আমার

ভুল হচ্ছে জেনেও ভুল করে চিলমচিতে হাত না ধুয়ে তামার ডেকচিতে হাত দিয়েছি পায়েসান্নের লোভে। এতো তাপ, পাঁচ আঙুলে ফোস্কা নিয়েও হাত বাড়িয়ে রেখেছি। সতর্ক রাঁধুনি ডেকচিতে ঢাকনা বসিয়ে দিলে আমি ভাদ্রের তালপিঠা আর আশ্বিনের মধুভাতের লোভে তাকিয়ে রইলাম শূন্য রেকাবির দিকে। চোখধাঁধানো বিস্তৃত সবুজ ধানক্ষেতের আলপথ ধরে দৌড়াতে দৌড়াতে কিষাণীর উঠোনে পৌঁছে দেখি, তলইয়ের […]

Scroll to Top