বীরেন মুখার্জী নব্বইয়ের দশকের অন্যতম কবি। কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ, উপন্যাস রাজনৈতিক কলাম লিখে চলেছেন একাধারে। তার আগ্রহের অন্যতম বিষয় ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘লোকঐতিহ্য’। এ বিষয়ে তার অনেক প্রবন্ধ জাতীয় দৈনিক এবং বিভিন্ন ছোটকাগজে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। তার কবিতা চৈতন্যের আঁধারে সঞ্জীবিত ত্রিকালদর্শী বাস্তবতাকে সম্প্রসারিত করে, যেখানে অন্তর্গত পর্যবেক্ষণই মুখ্য। চিত্রকল্পের আবিষ্কার ও প্রয়োগে তিনি অভিনব, ঊর্ধ্বমুখী ও উৎকেন্দ্রিক। তার কবিতা অন্তর্গত জীবনের মুখোমুখি দাঁড়ায়। তাৎক্ষণিক সময় আর স্থান তার কবিতার প্রারম্ভবিন্দুকে নিয়ে যায় স্বয়ংসিদ্ধ এক সময়ে।