মা রু ফু ল আ ল ম অনন্তর,মহান ঈশ্বরের নামে ‘গরু’ বিষয়ক আজিকারগুরুগম্ভীর আলোচনা শুরু করিতেছি।দেবতা গোত্রীয়নিরীহ এই প্রাণীটি হয় গৃহপালিত এবং শান্ত স্বভাবের।কথিত আছে চাষাবাদে এই প্রাণীটির জুড়ি মেলা ভার!যদিও একজন রসিক অর্থনীতিবিদের মতে চাষাবাদেতখনো পর্যন্ত ৩টি গরুর ব্যবহারই ছিল বহুল প্রচলিত।এটি অবিশ্বাসের কোন কারণই নেই এইজন্য যে,এখনোতো গরুগণ গাহিতেছে গান অবিরাম!আবার জনশ্রুতিএই,অথর্ব গরুগণের […]
ধূলিবিদ্যা,প্রখর দুপুরে
আমি তো পথিক নই — তদুপরি,হায় ধূলিবিদ্যা ভালোবাসি ঢের! ঘনঘোর অন্ধকারে ডানা মেলে দূরে উড়ে যাই যেখানে আলোর গতি আঁধার-পাঁজর ভেদ ক’রে ছুটে যায় — দূর,বহুদূরে… চক্রাকারে সভ্যতার চাকা ঘুরিতেছে। তাহার পেছনে ওড়ে মেঘ — সময়ের সমুজ্জ্বল ঘোড়া কত কাল চরিতেছে? তদুপরি,ধূলিবিদ্যা ভালোবাসি ঢের ডানা মেলে উড়ে যাই, প্রখর দুপুরে…