স্মৃতির ওপার থেকে কে যে এলো!পায়ে বাজে রিনিঝিনি মলসুন্দর এসেছে বুুঝি!ভাসলো কি রূপশতদল?আলো-ছায়া-রোদ-বৃষ্টিহাওয়ার নাচনউড়ে যায় স্মৃতিহংসহৃদি-সংবেদন!মুহূর্তে মুহূর্ত বাজেমহাকাল পায়েচলা পথ…নদীও ভাঙে তীরকালের তঞ্চক!আমি যদি দিই ডুবপদ্মফোটা জলেতুমি তো জ্বলবে জানিঅদেখা অনলে!প্রাণের কথারা যদিঘরে ঘরে মরে!কে বাঁচায় প্রত্নপ্রেমগ্রামে ও শহরে?ফুলে ও ফসলে আজসন্ধ্যামায়াজালভাসুক চাঁদের রেখাতোমার সকাল!বিন্দু আমি এঁকে যাইবৃত্তের পরিধিতুমিই অনন্ত বোধতুমিই তো আদি!
ভাষা-দূষণের বিপক্ষে একটি প্রেমের কবিতা
অবসান হোক সব ভাষা-বিতর্কের। তোমার-আমার! তোমার ইশারা-ভাষা কবেই নিয়েছি রপ্ত করে;কী করে এখন ফাঁকি দেবে বলো? তোমার ভ্রুভঙ্গিথেকে নেমে আসে প্রণয়ের ঢল; আমি ভেসে যাই!ভেসে যেতে যেতে খুব হৃদয় নাচাই; বলতেই পারো :ডানা তোলা রাজহাঁস; দেয়াল টপকে রোজ সীমানাবাড়াই। ভাষা-দূষণের পক্ষদলে কে লেখায় নাম?তাকে আজ রেখে আসি ধু-ধু শূন্যতায়! সবুজ বিহঙ্গথেকে কোনো সুর পাবে না […]
সম্পর্ক
সম্পর্কেরা যত্নে যত্নে বাঁচেতুমি যতই বিচ্ছিন্ন হতে চাওততই জড়িয়ে পড়ো সম্পর্কের জালে!মাছ যেমন লাফাতে লাফাতেঅদৃশ্য জালে জড়িয়ে যায়সম্পর্কসূত্রে মানুষও তেমনি!এ কথা তো অমূলক নয়ভুল শব্দে ভীষণ তড়পায় অভিধানঅসুরে ডুবে যায় গভীর বাণীও! যত্নে যত্নে বাঁচে যেমন সম্পর্কেরাতেমনি আবার অযত্নে ধরে মরিচাওলোহার ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবুকদৃশ্যমান থইথই জলএই ফাঁকে আমিও একটু ঘুরে আসিসম্পর্কেরা ডানা মেলে দিক […]