প্রমিতা ভৌমিকের জন্ম ও বড়ো হয়ে ওঠা কলকাতায়। স্কুলজীবন থেকে কবিতা লেখায় হাতেখড়ি। প্রকাশিত কবিতার বই সাতটি। দুটি গদ্যের বই ও একটি অনূদিত বই। দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য সম্মেলনে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেছেন এবং সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কারে। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন চলচ্চিত্র নির্মাণের কাজে। ভালোবাসেন সিনেমা দেখতে, বই পড়তে এবং বেড়াতে।
মাঝে মাঝে তােমার জন্যঅপেক্ষা করতে ইচ্ছে হয় খুব,মাঝে মাঝে তােমার জন্যঅপেক্ষা করতে ক্লান্ত লাগে অহেতুক,তােমার আসা আর না আসার মাঝাখানেচোখ বন্ধ করে জেগে থাকি আমিএকেকটা দিন আলাে পার হয়েনেমে আসি খাদের কিনারে,নামতে নামতে বার বার হেরে যাই নিজের কাছে,অথচ জিততেও তাে চাইনি কোনােদিন –তবু একেকটা শীতকাল অযথাই কেবল রঙিনমাঝে মাঝে তােমার চোখের দিকে তাকিয়েঅবশ […]