জন্ম ১৯৬৬, বাংলা বিহার সীমান্ত এলাকা রেল নগরী চিত্তরঞ্জনে, এক প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে বড় হয়ে ওঠা, পরবর্তীতে যা তার ছবির মধ্যে গভীর প্রভাব ফেলে। সেখানের ঢেউ খেলানো পাথর প্রান্তর,সেখানের টিলা, জলাভূমি তার ছবিতে কিছুটা বিমূর্ত আকারে আসে। জলরঙ তার প্রিয় মাধ্যম। এই মাধ্যমে ইতিমধ্যেই নিজস্ব একটি সতন্ত্র ষ্টাইল শিল্পী অর্জন করেছেন, তার ছবির বিশেষত্ব বহু উজ্জ্বল বর্ণের সমাহার, জল রঙের এই যাদুময়তার স্বীকৃতি হিসেবে বহু পুরস্কারে ভূষিত হন। তাঁর কাজের আলোচনা দেশ ও বিদেশের বহু পত্রিকায় প্রকাশিত হয়। দেশের বহু শিল্প কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন। তাঁর একক ও বহু দলীয় প্রদর্শনী দেশে ও বিদেশে প্রদর্শিত হয়েছে, বর্তমানে নিবিড় ভাবে জলরঙে মজে আছেন শিল্পী।
তর্কের খাতিরে যদি ভাবি, আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, ছবি পোষ্ট করতেন ফেসবুক ইনস্টাগ্রামে, কিরকম সাড়া ফেলতো তার ছবি? কটা লাইক পেতেন? আহা! ব্যাথা পাবেন না, রাগ করবেন না এই প্রশ্নে। জানি সিরিয়াস ছবি আঁকিয়ে এসব লাইকের তোয়াক্কা করেননা ,তারা তো থাকেন সৃষ্টি নিয়ে বিভোর । তবু যেহেতু আমার লেখার বিষয় সাধারণের কাছে রবীন্দ্র চিত্র, […]